• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রলীগ নেতা হত্যায় একজনের যাবজ্জীবন 


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০২:২১ পিএম
ছাত্রলীগ নেতা হত্যায় একজনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সংগ্রাম হত্যা মামলায় আলম প্রামাণিক (৪৪) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলম প্রামাণিক সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আহাদ বক্সের ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের ছাত্রলীগ নেতা সংগ্রামের সঙ্গে একই গ্রামের আলম প্রামাণিকের বন্ধুত্ব ছিল। ২০১৮ সালের ৫ জুলাই রাতে সংগ্রাম একই গ্রামের বেলালের মুদির দোকানে যান। মুদির দোকানের পাশে ক্যারাম খেলা হচ্ছিল। সেখানে সংগ্রাম রাত ১২টা পর্যন্ত ক্যারাম খেলা দেখেন। এ সময় আলম প্রামাণিক সংগ্রামকে ডেকে পার্শ্ববর্তী জহুরুল মেম্বারের পাটক্ষেতে নিয়ে গলা কেটে হত্যা করেন।

এ ঘটনায় নিহত সংগ্রামের মা হালিমা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

Link copied!